খাগড়াছড়ি সরকারী মহিলা কলেজে ১০০ জন শিক্ষার্থীর মাঝে সমাজসেবার ৩ লাখ ৫০ হাজার টাকার অনুদান বিতরণ।
#আর্থিক_অনুদান_বিতরণ
শহর সমাজসেবা কার্যালয়, খাগড়াছড়ির উদ্যোগে খাগড়াছড়ি সরকারী মহিলা কলেজে অধ্যয়নরত ১০০ জন মেধাবী, দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে জনপ্রতি নগদ ৩,৫০০/- হারে মোট ৩,৫০,০০০/- টাকার আর্থিক অনুদান বিতরণ করা হলো। অনুদান বিতরণের প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি ও মাননীয় চেয়ারম্যান, উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স। জনাব শাহ মো: আলমগীর, সম্মানিত অধ্যক্ষ, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুদান বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিজ শাহীনা আক্তার, সদস্য ও আহবায়ক সমাজসেবা বিভাগ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ; জনাব কল্যাণ মিত্র বড়ুয়া, সদস্য, পার্বত্য জেলা পরিষদ ; জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, খাগড়াছড়ি ; মিজ রোকেয়া বেগম, সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়,খাগড়াছড়ি ; জনাব মো: নাজমুল আহসান, সমাজসেবা কর্মকর্তা, শহর সমাজসেবা কার্যালয়সহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকমন্ডলী, সুধী সমাজ ও প্রিন্ট ও গণমাধ্যমকর্মী এবং শিক্ষার্থীবৃন্দ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস