শিরোনাম
বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা ও প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির ২য়, ৩য় ও ৪র্থ কিস্তির ভাতার অর্থ G2P পদ্ধতিতে ভাতাভোগীর মোবাইলে বিকাশ একাউন্টের মাধ্যমে পেরোল প্রেরণপূর্বক বিতরণ সম্পন্ন
বিস্তারিত
বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা ও প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির ২য়, ৩য় ও ৪র্থ কিস্তির ভাতার অর্থ G2P পদ্ধতিতে ভাতাভোগীর মোবাইলে বিকাশ একাউন্টের মাধ্যমে পেরোল প্রেরণপূর্বক বিতরণ সম্পন্ন হয়েছে। খাগড়াছড়ি পৌরসভাতে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ৪ টি কর্মসূচীতে মোট ২১৪২ জন ভাতাভোগীর মোবাইলে বিকাশ একাউন্টের মাধ্যমে ভাতার টাকা পৌছে দেয়া হলো। মাননীয় প্রধানমন্ত্রী ১৪ জানুয়ারি' ২০২১ এ ভাতাভোগীর মোবাইলে G2P পদ্ধতিতে ভাতার অর্থ বিতরণের কাজের শুভ উদ্বোধন করেন। শহর সমাজসেবা কার্যালয়, খাগড়াছড়ি ২৯ জানুয়ারি'২১ থেকে ভাতাভোগীদের বিকাশ একাউন্ট খোলার কার্যক্রম শুরু করে স্থানীয় বিকাশ অফিসের সহায়তায়। এর আগে ভাতাভোগীদের MIS এ তথ্য এন্ট্রি ও ভেলিডেশানের কাজ শেষ হয়।